শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান স্বপন মাহমু‌দের বিরু‌দ্ধে জামাল কাজীর সম্পওি দখলের চেষ্টায় মামলা

reporter / ১৫১ ভিউ
আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের দু’বারের নির্বাচিত সাবেক
ইউ‌পি চেয়ারম‌্যান স্বপন মাহমু‌দের বিরু‌দ্ধে জামাল কাজীর ক্রয়কৃত সম্পওি দখ‌লের চেষ্টায় চাঁদপুর সদর থানায় মডেল থানায় মামলা দ‌য়ের ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী প‌রিবার।

জানা যায় সদর উপ‌জেলার শাহ‌মোহাম্মদপুর ইউ‌নিয়‌নের বিম‌লেরগাঁও এলাকায় জামাল খা‌নের ক্রয়সূএে মালিকীয় (‌দোকানসহ ) সম্পওি মাপার জন্য সার্ভেয়ার গিয়ে সীমানা নির্ধারণ করার চেষ্টা করে। এসময় কোনো কাগজ পএ ছাড়াই এবং কোনো ধরনের মালিকানা কোনো হিস্যা না থাকা সও্বেও উক্ত ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের নেতৃত্বে দু’থেকে তিন শতাধিক লোকজন নিয়ে ঘটনাস্হলে গিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে জামাল কাজীর ক্রয়কৃত সম্পওির সকল সীমানা পীলার ও ভাড়াটিয়া কতৃক পরিচালিত ফার্নিচার দোকানে হামলা চালায় এবং সম্পওিতে থাকা সম্পওির সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দেয়।
শুধু তাই নয়, ঘটনাস্হলে থাকা জামাল কাজীর নিকটস্বজনদের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে চেয়ারম‌্যানসহ তার লোকজন জ‌মি মাপ‌তে বাঁধা দেয়। তার দোকা‌নের সাইন‌বোর্ড তু লে ভে‌ঙ্গে ফেলে দেয়। এসময় বাঁধা দি‌তে গে‌লে চেয়ারম‌্যা‌নের সাথে থাকা অজ্ঞাত লোকজন জামাল কাজীকে কিল ঘু‌সি ও লা‌থি মে‌য়ে আহত ক‌রে। হামলার সময় চেয়ারম‌্যা‌নের সাথে থাকা অজ্ঞাতনামা লোকজন প্রাণে জামাল কাজী কে সম্পওির কাছে আবার আসলে মেরে ফেলার হুম‌কি দেয় । পরে নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে জামাল কাজী গংরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে এসে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আহতরা চিকিৎসা নেন। ঘটনাটি ঘটেছে গতকাল ১৯ জুন রোববার দুপুরে।

এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নেতৃত্বে সংঘবদ্ধ দলটি গত ২ জুন উক্ত দলটি সম্পওিতে থাকা ঘরের বিদ্যুৎ সংযোগের প্রায় দুই কয়েল তাঁরসহ মিটার ও আথিং লাইনটি রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ও একটি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনার পর জামাল কাজীর ভাই মোঃ স‌ফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জুন ঘটনার সদর ম‌ডেল থানায় মামলা দা‌য়ের (মামলা নং ৬৩ তা‌রিখ-১৯/৬/২০২২ইং) ক‌রেন।
উল্লেখিত বিষয়ে অনতিবিলম্বে দুষ্কৃতকারী এবং হামলা কারীদের বিচার দাবী করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।


এই বিভাগের আরও খবর