নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, হাইমচর উপজেলা ও হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কায়কোবাদ চুন্নু মিয়া সরকার (৭৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কায়কোবাদ চুন্নু সরকারের নিকটাত্মীয় ৪নং নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াসিন আহম্মদ (রতন হাজী) জানান, দীর্ঘদিন ধরে জটিল রোগে চিকিৎসাধীন অবস্থায় চুন্নু সরকার তার ছেলে ব্যারিস্টার হামিদুল মেজবাহ রাসেল সরকারের ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
শোকবার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কায়কোবাদ চুন্নু সরকার আওয়ামী লীগের একজন নিবেদিত নেতৃত্ব ছিলেন। দলের সকল কর্মকাণ্ডে তারা ভূমিকা ছিল অপরিসীম। মরহুম কায়কোবাদ চুন্নু সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানাই।