মোঃ আলমগীর হোসেনঃ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্দেশনায় হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অটিজম, ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে বুধবার সকাল ৯ টায় হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার উদ্বোধন করেন সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে.এম মীর হোসেন এর পরিচালনায়, অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারি ডিগ্রি কলেজ প্রিন্সিপাল মানোয়ার হোসেন মোল্লা, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফেরদৌসী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, গন্ডামারা এবি.এস ফাযিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, আলগী বাজার সিনিয়র মাদরাসা অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন সহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিবাবক বিভিন্ন শ্রেনী পেশার নেতৃস্থানীয়রা অংশ নেন।