মোঃ আলমগীর হোসেন।।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বুধবার হাইমচর উপজেলার চার ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও কুয়াশার মধ্যে তার অনেক আগে থেকেই ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে পড়েন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বেড়ে যায়। আলগী উত্তরে বাজাপ্তী স্কুল কেন্দ্র, জামিলয়ে মহিলা দাখিল মাদ্রাসা, হাইমচর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ ৪ টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে ভোটারদের স্বত:স্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ভোট প্রদান করেেন।
আলগী উত্তরে ছোট লক্ষিপুর কেন্দ্রে ভোট দিতে এসে এক নারী ভোটার বলেন ভোটের এমন পরিবেশ অনেকদিন দেখিনি। কোন বাধা-বিঘ্ন ছাড়াই ভোট দিতে পেরে আমার খুব ভাল লাগছে।
নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ১ জন অগ্যাত ব্যাক্তিকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এছাড়া আলগী উত্তর ইউনিয়নে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ২নং ওয়ার্ডের জামিলায়ে মহিলা মাদ্রাসায় দুই মেম্বার প্রার্থীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার হয়েছে। এতে নির্বাচন সাময়িকী বন্ধ থাকার পর পুনরায় চালু হয়। ৩নং ওয়ার্ডে বেলটে আগাম সীল থাকার অভিযোগ করে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী মাকসুদ আলম খান ও হাবিবুর রহমান বেগ।