মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ২৫ শে এপ্রিল সোমবার হাইমচর উপজেলায় প্রত্যেক কৃষককে মাঝে সার ও বীজ বিতরণ করা হয়
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসেন বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম,উপজেলা আ’লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম,উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার,গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান গাজী প্রমুখ।