মোঃ আলমগীর হোসেনঃ গতকাল ( ৮আগষ্ট) মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় সোনা মিয়া আখনের বাড়ির সামনে বট তলী থেকে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা অফিসার্স ইনচার্জ এর নির্দেশনা ক্রমে এস আই নাজমুস সাকিব ও এএসআই নাজমুল এবং শফিকুর রহমান এর যৌথ অভিযানে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন।
আটক কৃতরা হলেন,(১)সুমন আখন(৩৫)পিতাঃ মৃত মজিবুর রহমান আখন।
(২)জুম্মান আখন(২২)পিতাঃ মৃতঃ শাজাহান আখন সর্ব সাং কমলাপুর গ্রাম,৫নং ওয়ার্ড,উত্তর আলগী,হাইমচর,চাঁদপুর।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল,উত্তর আলগী ৫নং ওয়ার্ডের বটতলা রোড থেকে দুজন মাদক কারবারিকে ২৭’পিচ ইয়াবা টেবলেট সহ আটক করে।
এবিষয়ে হাইমচর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দুজন মাদক কারবারি বটতলী রাস্তাধরে যাচ্ছে,এমতাবস্থায় আমার থানার এসআই নাজমুস সাকিব এর নেতৃত্বে একটি টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে সুমন ও জুম্মান এর কাছে ২৭’পিচ ইয়াবা টেবলেট পায়।
এসময় তাহাদের মাদক বহনকারী হিসেবে আটক করা হয়,আটক করে পুলিশ তাহাদের হাইমচর থানায় নিয়ে আসে।বর্তমানে তারা হাইমচর থানায় আটক রয়েছে।
এসআই নাজমুস সাকিব বলেন,আটক কৃতদের মামলা প্রস্তুতির কাজ চলমান রয়েছে আইনী কার্য শেষ হলে আসামিদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হবে।