মোঃআলমগীর হোসেনঃ
বাংলাদেশ আওয়ামী লীগ হাইমচর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ ডাক বাংলোতে আয়োজিত ইফতার মাহফিলে হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ এর পরিচালনায় বক্তব্য হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নুর হোসেন পাটওয়ারী।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম এ বাশার, হুমায়ুন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, নীলকমল ইউনিয়ন আওয়ামী সভাপতি বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সউদ আল নাসের, আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু খান, হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জুলহাস সরকারসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনগন।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী।