নিজস্ব প্রতিবেদকঃ হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবী সরস্বতী পূজার বাকি আর মাত্র ১৫ দিন। চাঁদপুর শহরের পাড়া মহল্লায় চলছে সরস্বতি পূজার আয়োজন। আজ শুক্রবার বিকাল ৪ টায় সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হবে।
সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে।মাঘ মাসের পঞ্চমী তিথিতে আগে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত সরস্বতী পূজা করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। শহরে ধনাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে
পূজা শুরু করে। সরস্বতি পূজা উপলক্ষে চাঁদপুর শহরের মন্দির গুলোতে সরস্বতি প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে।কালিবাড়ি মন্দিরে গোবিন্দ পাল, গোপাল জিউর আখড়ায় কার্তিক পাল আর পুরান বাজার হরিসভা মন্দিরে জীবন পাল প্রায় দেড় হাজারের মতো ছোট বড় সরস্বতি প্রতিমা তৈরি করছে।
আগামী ৫ ফেব্রুয়ারী ২২ মাঘ সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। তাই চাঁদপুর শহরের কালিবাড়ি মন্দির, পুরান বাজার হরিসভা মন্দির ও গোপাল জিউর আখড়া মন্দিরে চলছে সরস্বতী প্রতিমা তৈরীর কাজ। চাঁদপুর শহরের সবচেয়ে ব্যায় বহুল পূজা করা হয় সরস্বতীর। তরুন সমাজ পাড়া মহল্লায় সরস্বতী পূজা করে থাকে। ইতিমধ্যে তারা চাঁদপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ডেকোরেটর, আলোকসজ্জার লাইট, ব্যান্ডপাটি ভাড়া করতে ছুটে চলছে। ফরিদপুরের পাল বংশিয় কারিগর জীবন পাল ও গোবিন্দ পাল ও কার্তিক পাল তাদের লোকজন নিয়ে দিবা রাত্রী সরস্বতী প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছে। নিজস্ব ডিজাইন ও পূজার আয়োজকদের দেখানো ডিজাইন মতো প্রতিমা তৈরী করতে ব্যস্হ সময় পার করছে। বিভিন্ন পাড়া মহল্লায় ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কাজ ও শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় চাঁদপুর সদ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কালিবাড়ি মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে সভা অনুষ্ঠিত হবে। সকল পূজারিদের কে যথা ময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।