চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনিস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরিক্ষার ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
সোমবার ২০ নভেম্বর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন জানান সমাপনী পরিক্ষায় অংশ নিতে আমাদের কাছ থেকে ৮৩০ টাকা নিয়েছে কিন্তু ২৯০ টাকার রশিদ দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তথ্য মতে ৩৮২ জন শিক্ষার্থী সমাপনী পরিক্ষায় অংশ নিয়েছে।
অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি জানতে চাইলে হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনিস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ সিদ্দিকী “প্রিয় চাঁদপুর”কে বলেন পরিক্ষা ফি, স্কাউট, মিলাদ, খেলাদুলা, বিদ্যুৎ, উত্তর পত্রসহ আরো কয়েটি বিষয় মিলে এই টাকা আদায় করা হচ্ছে পরবর্তী মিটিংয়ে রেজুলেশন করে সব বিষয় রশিদে উল্লেখ করা হবে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন বলেন, রশিদ বহির্ভুত টাকা আদায়ের বিষয়টি আমরা অবগত নই। তবে বিষয়টি জেনে আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।