নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১৬০নং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মো.এনামুল হক জসিম মিয়াজী। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে
সংশ্লিষ্ট সকল সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মো.এনামুল হক জসিম মিয়াজীকে সভাপতি পদে মনোনীত করা হয়।
সদস্য সচিব নির্বাচিত হন বিদ্যালয়ের প্রধান মো. শুক্কুর আলী। এদিকে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হওয়ায়। বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মো.এনামুল হক জসিম মিয়াজীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয়দের আশা, এই শিক্ষানুরাগীর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ে শিক্ষার মানসহ সকল প্রকার উন্নয়ন ও অগ্রগতি হবে।
মো.এনামুল হক জসিম মিয়াজী ১৬০নং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার শুকরিয়া আদায় করে
স্থানীয় সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।