২ জানুয়ারী রবিবার সকালে চাঁদপুর শহরের লঞ্চঘাটের পাশ্ববর্তী টিলাবাড়ি এলাকায় এই নদী ভাঙন দেখা দেয়। ব্লক ঢেবে যাবার খবর শুনে আশপাশের মানুষ দিকবেদিক ছুটাছুটি করতে থাকে।
খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ উধ্বর্তন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি দেবে যাওয়া বাঁধের স্থানে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।