চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে নের্য্যমূল্যের টিসিবির পন্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় ইউয়িনের কার্ডধারীদের মাঝে টিসিবির পন্য বিতরণের উদ্বোধন করেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
এ সময় ইউপি সচিব মোঃ আবু বকর মানিক, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, শাহ আলম গাজী, ওয়ার্ড মেম্বার দুলাল মাল, সোহাগ খান, বিল্লাল মাল, তাফাজ্জল হোসেন তাফু কাজী, মহসিন মৃধা, আলফু খান, বিল্লাল বেপারী, কালাম হোসেন, মহিলা সদস্য শিল্পী বেগম, রাশিদা বেগম, আয়শা বেগম প্রমুখ। এ সময় আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী বলেন সকল কার্ডধারীকে মালামাল দেওয়া হবে, সুশ্খৃল ভাবে সকলকে লাইনে দাঁড়িয়ে মালামাল নিলে দ্রুত দেওয়া সম্ভাব হবে, সামনে জাতীয় নির্বাচন দেশের এ চলমান কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকা মার্কায় সকলকে ভোট দিতে তিনি অনুরোধ করেন।