চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক সেবনকারীকে আটক করেছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাকিয়ে যাওয়া যাতে পাঠানো হয়েছে।
গতকাল ২ নভেম্বর দুপুর আড়াইটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর মডেল থানাধীন রেলওয়ে কাঁচা কলোনি এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় মোঃ ওমর ফারুক(৩০)কে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।
এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আটক ওমর ফারুক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে।