শিরোনাম:
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ সম্পদের পাহাড় গড়েছেন পরেশ চন্দ্র পাল ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা

চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন

reporter / ১২০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প ১ এর অধীনে চাঁদপুর প্যাসেঞ্জার টার্মিনাল ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ১৪ নভেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি দু হাজার ২৩ টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্ধোধন কালে চাঁদপুর আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প ১ এর অধীনে চাঁদপুর প্যাসেঞ্জার টার্মিনাল ঘাটটির ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।পরে জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে ফলক উম্মোচন করেন। ফলক উম্মোচন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লঞ্চঘাট জামে মসজিদের ইমাম মুফতি আবু সাইদ।

তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেড ৯৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৫৬৫ টাকা ৫০ পয়সার চুক্তি মুলে এ কাজটি বাস্তবায়ন করছে।এ প্রকল্পের কাজ শুরু হয় চলতি বছরের জুন মাসে। তা শেষ হবে ২০২৫ সালের মে মাসের মধ্যে। ১৪০ মিটার দৈর্ঘ্য টার্মিনাল। তাতে ১২ টি জাহাজ পল্টুনে অবস্থান করতে পারবে। মেসেঞ্জার টার্মিনাল লাইট এর ৪ টি মিনিবাস, ১৭ টি কার, ৭৭ টি অটোরিক্সা এবং ২২টি রিক্সা রাখার পার্কিং এর সুবিধা থাকবে এ টার্মিনালে। টার্মিনালে জমির পরিমাণ ২.৩১ একর।

ভয়েন্টস সল্যুশন প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া, আই মেরি টাইম কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া ও ইউনিকম ইনটেলেক্সট লিমিটেড বাংলাদেশ পরামর্শ প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে।

চাঁদপুর আধূনিক লঞ্চ টার্মিনাল কাজের মধ্যে রয়েছে টার্মিনাল ভবন, বাউন্ডারি এন্ড রিটেইনিং ওয়াল, এক্সটারনাল ব্রীজ, গাডরুম, এস্টিমিটার রুম, বহিরা আগমন রাস্তা, ব্যবহৃত পানি বিশুদ্ধকরণ প্লান্ট ( এসটিপি),লিংক স্প্যান এন্ড পল্টুন, ওয়াটার পাম্প হাউস ও ইউ আর টি,অভ্যন্তরীন ফুটপাত পার্কিং এরিয়া উন্নয়ন।

ফলক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম,নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়াতে হোসেন সিকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আসানউল্লাহ,শিক্ষা মন্ত্রী চাঁদপুর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু,
বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন, সিপিএস আব্দুলহ আল বাকি, এ সিপিএস মোজাম্মেল হোসেন, বিশ্ব ব্যাংক প্রতিনিধি ইঞ্জিনিয়ার আব্দুল আল ইমরান, ইঞ্জিনিয়ার এ দিদার, ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার রাজিব,
কাউন্সিলর সফিকুল ইসলাম, নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান,বাংলাদেশ নৌ- শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ বিপ্লব সরকার,সিবিএ আহ্বায়ক আব্দুস সাত্তারসহ আরো অনেকে । ফলক উম্মোচনে শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কর্মকর্তারা লঞ্চ টার্মিনাল ঘাট পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর