আরিফুল ইসলাম শান্ত – দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকায় রপ্তানি বন্ধের আগেই ব্যাবসায়িদের সিন্ডিকেট শিরোনামে সংবাদ প্রকাশের পর গত রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর অভিযান চালানো হয়েছে। চাঁদপুরে ৯৫-১শ’টাকার পেয়াজ হঠাৎ করেই কেজি ১৭০ টাকা বিক্রির প্রতিবাদ জানায় স্থানীয় জনতা। গত শনিবার সকাল যখন ৯ টা ঠিক তখনি চাঁদপুরের একমাএ বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার পাইকারি পেয়াজের আরৎ গুলি খুলতে লাগলো, আর পেয়াজ ১৬০-১৭০ টাকা কেজি পাইকারি বিক্রি করতে লাগলো ব্যাবসায়িক সিন্ডিকেট , তখন স্থানীয় জনতা সহ, ক্রেতারা হট্রোগোল শুরু করে।
৯০ টাকার পেয়াজ গুলি তারা ১৬০-১৭০ টাকায় হাকায়, অথচ, বৃহস্পতিবার সন্ধার পরে ৬-৭ টি বড় ট্রাক করে পুরানবাজার পেয়াজ আমদানি কৃত গাড়ি এসেছে, আর শুক্রবার তারা দোকান বন্ধ রেখে শনি বারে সিন্ডিকেট তৈরি করে প্রতি কেজি পেয়াজে ৫০-৬০ টাকা করে হাতিয়ে নিচ্ছে , আর এর প্রতিবাদে জনগন ফুসে উঠলে, ব্যাবসায়িরা তাদের আসল রশিদ দেখাতে পারেনি।
এমন এক পর্যায় বহু চেষ্টা করেও সঠিক সিদ্ধান্ত নিতে বা দিতে পারেনি চেম্বার কর্তৃপক্ষ , তবে, বহুবার ফোন করেও চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ পরিচালক কে খুজে না পেয়ে মার্কেটিং এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আগামি মাস থেকে এলসি বন্ধের কর্যক্রম শুরু হবে, তখন পেয়াজ আমদানি একে বারে কমে জাবে, যেহুত এখনো পেয়াজ রয়েছে বা আরো এল সির মাধ্যমে আসবে সেহুত পেয়াজের দাম আগের টাই আছে, যদি পূর্বে ১০০ টাকা ক্রয় হয়ে থাকে সব খরচ মিলিয়ে ব্যবসায়িরা ১০% বেশি দরে কেজি প্রতি বিক্রি করতে পারে তাই বলে এক লাফে ৬০-৭০ টাকা বারাতে পারে না।
তারই পেক্ষিতে ১২ ডিসেম্ব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং চাঁদপুরের জেলা প্রশাসককের সার্বিক নির্দেশনায়
জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক এবং ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কতৃপক্ষ চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় মোবাইল কোর্ট /বাজার তদারকি অভিযান পরিচালনা করে।
ক্রয়মূল্যের চেয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করায়, যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করায় এবং মূল্য তালিকায় পেঁয়াজের দাম না লিখার দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ১৯হাজার টাকা জরিমানা করা হয়। পুরান বাজারের আড়ত ও পাইকারি দোকানগুলো পরিদর্শন করে পেঁয়াজ বিক্রির বিষয়ে যেন কোন কারচুপি করা না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। এছাড়াও অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা জনাব কামরুজ্জামান রূপম।
নিরাপত্তায় সহযোগিতা করেন পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকশ টিম।