চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটমিন্টন খেলার প্রস্ততি কালে মোঃ ইয়াছিন ১৩ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
২৩ নভেম্বর সকাল ৭ দিকে ১৪ নং দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের মিজি বাড়ির ইউছুব মিজির মাদ্রাসা পড়ুয়া ছেলে, এলাকাবাসী জানান, মোঃ ইয়াছিন নিজ বাড়ির সামনে রাস্তার পাশে ব্যাটমিন্টন খেলার প্রস্ততি কালে তাঁর সাতের সহ পাটিরা খেলতে দিবে না বলে মোঃ ইয়াছিন রাগান্বিত হয়ে তাঁর সঙ্গে থাকা ক্যাছি দিয়ে বিদ্যুৎ এর লাইন কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনার স্থলে মারা যায়, এ সময়ে প্রতিবেশিরা ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তখন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেন, হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে আসে।
বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।