চাঁদপুরের ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করেছে প্রশাসন।
(২২ নভেম্বর) বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার, উপজেলা ভূমি অফিসের সর্ভেয়ার আবুবকর সিদ্দিক, পৌর ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটোয়ারীসহ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন এলাকার কাটাখালী ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকা থেকে দুটি ড্রেজার ও পাইপ বিনষ্ট করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার জানান, ডাকাতিয়া নদী অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরো জানান, ড্রেজার মালিককে না পাওয়ায় কোন জরিমানা আদায় করা যায়নি।