ফরিদগঞ্জে ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্য আটক

reporter / ৪৪ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।গতকাল (১৫ নভেম্বর) বুধবার রাতে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের তত্ত্বাবধানে এস. আই খোকন চন্দ্র দাস ও এ. এস. আই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চররামপুর এলাকার গাজী বাড়ির সামনে থেকে মো. রাব্বি হোসেন (৩০), মো. আল-আমিন (২৪) ও মো. ইয়াছিন হোসেন প্রকাশ ঈশান (২২) কে আটক করেছে।

আটককৃত মো. রাব্বি হোসেন ফরিদগঞ্জ পৌর এলাকার আবুল কালামের ছেলে, মো. আল-আমিন রুপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং মো. ইয়াছিন হোসেন প্রকাশ ঈশান পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের মো. হেলাল হাওলাদারের ছেলে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামিরা চিহ্নত অটোরিকশা চোরাই চক্রের সদস্য। তাদের আটক করে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর