কচুয়ায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

reporter / ৬১ ভিউ
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বিল্লাল মাসুম:
 “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় গতকাল দিনব্যাপী তারুণ্যের উৎসব জাতীয়  গোল্ড কাপ বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কচুয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের পৃথক ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা প্রশাসক, কচুয়া পৌরসভা প্রশাসক ও কচুয়া উপজেলা নির্বাহী  কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১০টা এক মিনিটের সময় প্রথম খেলাটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, কচুয়া থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম। দিনব্যাপী খেলা চলতে থাকে; প্রথমে ৬ নং  কচুয়া উত্তর ইউনিয়ন বনাম ১০ নং গোহট উত্তর ইউনিয়নের খেলায় ৬ নং ইউনিয়নকে এক গোলে হারিয়ে জয় লাভ করে ১০ নং  উত্তর ইউনিয়ন টিম। দ্বিতীয় খেলায় ৮ নং কাদলা ইউনিয়ন টিমকে এক গোলে হারিয়ে ৭ নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন টিন জয়লাভ করে। তৃতীয় খেলাটি ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন বনাম ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়ন টিমের মধ্যে অনুষ্ঠিত হয়। ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়ন টিমকে এক গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে পালাখাল মডেল ইউনিয়ন  টিম।  চতুর্থ  খেলাটি ৩ নং বিতারা ইউনিয়ন বনাম  ৯ নং কড়ইয়া ইউনিয়ন টিমের  মধ্যে অনুষ্ঠিত হয়। ৩ নং বিতারা ইউনিয়ন টিমকে দুই গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে ৯ নং কড়ইয়া ইউনিয়ন টিম। পঞ্চম খেলাটি ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বনাম ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন টিমের মধ্যে অনুষ্ঠিত হয়, নির্ধারিত সময়ে কোন টিম গোল করতে না পারায় অতিরিক্ত সময় দেয়া হয়! অতিরিক্ত সময়ের মধ্যেও গোল না হলে খেলাটি ট্রাইবেকারের দিকে গড়ায়, ট্রাইব্রেকারে  ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন টিম ৫ নং সহদেবপুর ইউনিয়ন টিমকে এক গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড উঠে যায়।  সর্বশেষ খেলাটি অর্থাৎ ষষ্ঠ খেলাটি ২নং  পাথৈর ইউনিয়ন বনাম ১ নং সাচার ইউনিয়ন টিমের মধ্যে অনুষ্ঠিত হয়, নির্ধারিত সময়ে কোন গোল না করতে পারলে তাদেরকেও অতিরিক্ত সময় দেয়া হয়, অতিরিক্ত সময়ের মধ্যেও গোল না হওয়ায় এই খেলাটিও ট্রাইব্রেকারের দিকে গড়ায়!  ট্রাইব্রেকারে ১ নং সাচার ইউনিয়ন টিম  ২ নং পাথৈর ইউনিয়ন টিমকে দুই গোলে হারিয়ে ২য় রাউন্ডে উঠা নিশ্চিত করে। দ্বিতীয় রাউন্ডের খেলা আজ বেলা ২ টা থেকে কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
গতকালের দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি,  কচুয়া পৌরসভার সাবেক দুইবারের মেয়র মো: হুমায়ুন কবির প্রধান, সাধারণ সম্পাদক মো: মঞ্জুর  আহমাদ সেলিম, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: মেজবাহ উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: কামরুজ্জামান,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহাবুবুল  আলম, কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জহুরুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আতাউল করিম, সাধারণ সম্পাদক অধ্যাপক মো: এমদাদ উল্যাহ, ৫ নং পশ্চুম সহদোবপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: আলমগীর হোসোন, ২ নং পাথৈর ইউনিয়ন চেয়ারম্যান মো: আক্কাছ মোল্লা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষগণ প্রমুখ।


এই বিভাগের আরও খবর