নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে আত্ম মানবতায় এগিয়ে আশা ”চান্দ্রা বাজার মানব কল্যান সংগঠন”।
সংগঠনটির উদ্দেশ্য হলো সমাজের ছিন্নমূল অসহায় এতিমদ ও প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতা করা। হত দরিদ্রদের সাবলম্ভি করন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ আরো অনেক মহত উদ্যোগ রয়েছে।
সে ধারাবাহিকতায় “চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনে”র উদ্যোগে ও সংগঠনের সদস্য প্রবাসীদের অর্থায়নে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
পহেলা এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারীর উপস্থিতিতে শতাধিক অসহায়, এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জার মধ্যে রয়েছে ১ কেজি ঢাল,১ কেজি ছোলা,১ কেজি চিনি, একলিটার সয়াবিন তেল, ১ কেজি বেসন,১ কেজি মুড়ি, চিড়া সহ মোট নয়টি খাবারের আইটেম দেওয়া হয়েছে।
সংগঠনের সদস্য মোঃ শাহজালাল পাটোয়ারী ও জিয়াউল হক মিলন পাটোয়ারী পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌকমান্ডো বাচ্চু মিয়া পাটওয়ারী, ইউপি সদস্য খাজে আহমদ পাটওয়ারী, মোঃ সেলিম পাটওয়ারী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের সদস্য মোঃ ইমাম হোসেন পাটওয়ারী, মুস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেন, ইসমাইল মিঝি, জুয়েল গাজি, মজিবুর রহমান, আরিয়ান রাজু সহ সংগঠনের অন্নান্য সদস্য উপস্থিত ছিলেন।