পুরানবাজার ঘোষ পাড়ায় শ্রী শ্রী ব্রক্ষ্ম পূজা অনুষ্ঠিত

reporter / ৯৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর  পুরানবাজার  ঘোষপাড়া  দূর্গা মন্দিরে শ্রী শ্রী ব্রক্ষ্ম পূজা অনুষ্ঠিত  হয়েছে। বুধবার সকাল থেকে ভক্তদের আরাধনা আর পূজা পাঠের মধ্য দিয়ে ব্রক্ষ্ম পূজা অনুষ্ঠিত  হয়, এদিকে পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর  চেম্বার সহ সভাপতি  তমাল কুমার ঘোষ, চেম্বার পরিচালক গোপাল চন্দ্র সাহা লিটন সাহা, মানিক ঘোষ সহ আরো অনেকে। সে সময় উপস্থিত  ছিলেন পূজা কমিটির সভাপতি  আবির ঘোষ সাধারণ সম্পাদক  রকি দত্ত সহ সভাপতি  সবুজ ঘোষ  কোষাদক্ষ  অপু ঘোষ প্রচার সম্পাদক  পলাশ ঘোষ সহকারি প্রচার সম্পাদক শুভ ঘোষ দপ্তর সম্পাদক সুমন আইচ,
সুমন সুত্রধর। রতন সুত্রধর, প্রান্ত ঘোষ, সার্বিক সহযোগিতায় নন্দু ঘোষ। দিন ব্যাপি  উপস থেকে পূজা পাঠ ও আরাধনার পরে বিকেলে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর