ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাটিয়ালপুরে অগ্নিকাণ্ডে বসতঘরসহ পুড়ে ভস্মীভূত হয়েছে দুটি রান্নাঘর। ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদগঞ্জ উপজেলার পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের ভাটিয়ালপুর গ্রামের ভূইয়া বাড়ির নূর মোহাম্মদ ভূঁইয়ার ছেলে মিলন ভূইয়ার (৫০) ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, মিলন ভূঁইয়ার রান্নাঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা বসতঘরে ছড়িয়ে পড়ে।
কোনোভাবে আগুন নেভাতে না পেরে খুব দ্রুততার সহিত কাছেই অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনে ও ফরিদগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এবং ফরিদগঞ্জ থানাকে অবহিত করার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এবং ফরিদগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে ঘটনাস্থলে এসে পৌঁছান। পরবর্তীতে স্থানীয় লোকজন ফায়ার ফাইটার এবং থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ৮টায় আগুন নিভাতে সমর্থ হয়। ভিকটিম মিলন ভূঁইয়া ও তার ছেলে রাজু ভূঁইয়ার প্রদত্ত তথ্যমতে অগ্নিকাণ্ডে প্রয়োজনীয় আসবাবপত্রসহ একটি চৌচালা টিনের বসতঘর, দুইটি রান্নাঘর পুড়েছাই হয়ে যায়।
এছাড়াও নগদ ১৪ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণসহ সর্বমোট পাঁচ লক্ষ টাকা মূল্য পরিমাণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় মর্মে জানা যায়। এই বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল হাসান জানিয়েছেন, ঘটনাস্থল স্টেশনের একদম নিকটে বলেই আগুন লাগার খবরের আগেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। আমাদের দুটি ইউনিটের এবং থানা পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়িছে। কারণ, সকালে রান্নার পরে ভিকটিমরা রান্নাঘর ব্যবহার করেননি। রান্নাঘরের লাকড়িতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আশেপাশে বসতঘর ছিল। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতো।