ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গাব্দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সুমাইয়া ওই গ্রামের কবিরাজ বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে।
জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সুমাইয়া বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে সুমাইয়াকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পানিতে পড়ে শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থল পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।