চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ জুমা ছেংগারচর বাজারের নুরিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মতলব উত্তর থানার সামনে এসে শেষ হয়।
বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে জনগণ কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। একই সঙ্গে গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানান তারা।
নেতারা আরও বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে। বিচার কার্যক্রম চলাকালীন এই দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন.বাংলাদেশ খেলাফত মজলিস মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শফিউদ্দীন সাহেব সহ-সভাপতি মাওলানা মোঃ জসিমউদ্দিন সহ সেক্রেটারি মাওলানা মোঃ ইব্রাহিম সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ জাহিদ হাসান সহকারী কোষাধক্ষ্য মাওলানা মোঃ মিজানুর রহমানমাওলানা মিজানুর রহমান সহ-সভাপতি জহিরাবাদ ইউনিয়ন মোঃ সবুজ মিয়া সহ-সাধারণ সম্পাদক জহিরাবাদ ইউনিয়ন।ডঃ শফিকুর রহমান সভাপতি দুর্গাপুর ইউনিয়ন
মোঃ মানিক সহ সভাপতি ৭নংমোহনপুর ইউনিয়ন
মাওঃমোঃতাসনিম মাহমুদ সেক্রেটারী ও সহ সেক্রেটারী মাওঃমোঃআব্দুর রাজ্জাক ৭ নং মোহনপুর ইউনিয়ন
মিছিল ও সমাবেশে উপজেলা খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।