শিরোনাম:
ফরিদগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দিতে ঘুরছেন বিভিন্ন মহলের ধারে ধারে চাঁদপুরের ৮ উপজেলা সহ দেশের ৪৯৫ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারন চাঁদপুর জেলার ৭টি সহ সারাদেশে ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০ কচুয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মেঘনায় কার্গোর ধাক্কায় তলা ফেটেছে সুন্দরবন -১৬ লঞ্চের, নারী নিখোঁজ ষোলঘর আদর্শ উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ূন কবির সুমন কচুয়ায় নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে শিক্ষক সমিতি শুভেচ্ছা মতলব উত্তরে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা উপাদী উত্তর ইউনিয়নে দীপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া

মতলব উত্তরে পুকুর থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

reporter / ১৬১ ভিউ
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

লিয়াকত হোসাইন :চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাচঁগাছিয়া গ্রামের পুকুর থেকে মো. আসিফুর রহমান নিসাত (১৯) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মো. আসিফুর রহমান নিসাত উপজেলার ছেংগারচর পৌর এলাকার পাঁচগাছিয়া গ্রামের মোখলেছুর রহমান ছোট ছেলে। সে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জানা যায়, রবিবার বিকেলে বাড়ির পাশের পুকুরে নিশাতের মরদেহ ভাসমান দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নিশাত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।
নিহতের ভাই নাছির উদ্দিন বলেন, শনিবার সকাল থেকে আমার ছোট ভাই নিশাতকে খোঁজে পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে বিভিন্ন দিকে খোঁজ করেছি। রবিবার বিকেলে পুকুরে মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, উপ-পরিদর্শক (এসআই) রিদোয়ান আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন’সহ ডিএসবি’র কর্মকর্তাগণ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাচঁগাছিয়া গ্রামের পুকুর থেকে মো. আসিফুর রহমান নিসাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর