মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
সারা দেশের সকল অবৈধ হাসপাতাল ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টার গুলো ৭২ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেন স্ব্যাস্থ্য অধিদপ্তর । এরই ধারাবাহিকতায় গত ১ জুন বিকালে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে গীতা ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে লাইসেন্স ব্যতীত এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনা করায় গীতা ইউনিক ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. বোরহান উদ্দিন, (রোগ নিয়ন্ত্রণ) উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জিএম খোরশেদ আলম , এবং থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।