প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ১৩ মে শুক্রবার বিকেলের দিকে ঢাকাগামী একটি ট্রাক আর এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা মাইক্রোবাস বিদেশি যাত্রী নিয়ে মতলবে আসার সময় মতলব উত্তর উপজেলার গালিম খাঁ নামক স্থানে বেড়ীবাঁধ সড়কে ট্রাক ও মাইক্রো বাস মূখোমুখি সংঘর্ষ হয় হয়।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাজাহান কামালের কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের বলেন, আমি দর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠাই, গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়। কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। একজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা ধীন আছে।