শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

reporter / ২৯২ ভিউ
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সাইফুর রহমান সবুজঃ

উৎসবমূখর পরিবেশে বৃহত্তর মতলবের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মতলব সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজ অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়ে কলেজের সকল শিক্ষক ও স্টাফদের পরিচিতি ও কলেজের পরিবেশ সম্পর্কে ধারণা দেয়া হয়।

কলেজের প্রভাষক আইনুন্নাহার কাদরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,” আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং সুশৃংখলভাবে পাঠদান করেন। তোমরা যদি কলেজের নিয়ম ও শৃঙ্খলা মেনে চলো এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করো তবে সফলতা তোমাদের আসবেই”। তিনি আরো বলেন, “শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি সর্বদা তোমাদের পাশে আছি, কোন সমস্যা হলেই আমাকে মৌখিকভাবে জানাবে।”

এছাড়াও বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মেদ, উক্ত কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান,জ্যেষ্ঠ প্রভাষক মোঃ মিজানুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ সাইফুল ইসলাম,জ্যেষ্ঠ প্রভাষক মোঃ ইসমাইল মিয়া,জ্যেষ্ঠ প্রভাষক ইসরাত পারভীন,প্রভাষক বিপুল সাহা,মোঃ মোজাহিদুল ইসলাম(প্রদর্শক,কম্পিউটার অপারেশন)
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফয়সাল খন্দকার, নাজমুল ইসলাম শাওন, তামজীদ আহমেদ, মোঃ জাহিদুল ইসলাম হৃদয়।
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন,শশী কুমার পাল ও মুশফিকা শশী।
সবশেষে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরও খবর