নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের
সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুনর সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৪ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার ০৭.০০ ঘটিকা হতে ০৮.৩০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জস্থ প্রাইমারী টিচার্স ইনস্টিটিউট এর সামনে কুমিল্লা টু চাঁদপুর রোডে কুমিল্লা হতে চাঁদপুর সড়কের পশ্চিশ পাশে বোগদাদ নামীয় যাত্রীবাহী বাসের ভিতরে বসা অবস্থায় ১) মোসাঃ বিউটি বেগম(৪৮), স্বামী -আকাশ ভূঁইয়া প্রঃ কামাল, পিতা- মৃত শেখ আনসার আলী, মাতা- মৃত জাহানারা বেগম, সাং- রানীয়ারা বিষ্ণুপুর(কাঠেরপুল), থানা-কসোবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, কে ৮(আট) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার ) টাকা । উক্ত মামলায় পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।