নিজস্ব প্রতিবেদকঃ এসো মিলি মুক্তির মোহনায় শ্লোগানকে নিয়ে ১৯৯২ সাল থোে চাঁদপুরে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ বছর গৌরবের ৩০ বছর। স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব জম্মশত বাষির্কী কে উৎসর্গ করে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাস ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলছে।
গতকাল বুধবার সন্ধ্যায় বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্হাপনায় সাংস্কৃতিক পরিবেশন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিল্পীরা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ বদিউজ্জামান কিরণ ও সাধারন সম্পাদক অ্যাডঃআমির উদ্দীন ভুইয়া সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সীমান্ত মোহজন, প্রিয়ন্তি রক্ষিত, রিয়া চক্রবর্তী, মেধা, অর্পিতা ঘোষ, কাজী কাবিশা, দীপা রায় চৈতি, রিতু, তনুশ্রী, ঐশি, সাঞ্জু, ইফা, ফাহমি, লিসা, অর্নব, ব্রজ গোপাল। সোমা দত্তের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে আরিফুল ইসলাম, কুহু, রিদিতা, পিপল, একা, বাঁধন, আরিফ হোসেন, হিয়া, অহনা, তরী, ও অয়ন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তাবিতা ইসলাম।