আনোয়ার হোসেন মানিকঃ
হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২২ সমঝোতার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এতে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন উন্নয়ন কমিটির আহবায়ক রোটাঃ এস এম মানিক।
গত ১৮ এপ্রিল মনোনয়ন ক্রয় বিক্রয় শেষে দিনে ৪ জনের বেশি দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন চার সদস্য নির্বাচিত হয়।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন, ১নং সদস্য কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্যামল চন্দ্র শীল, ২ নং সদস্য আ. হাই মজুমদার, ৩ নং সদস্য কাজী শাহ আলম, ৪নং সদস্য মাঈনুদ্দিন, মহিলা সদস্য সুলতানা রাজিয়া, শিক্ষক প্রতিনিধি ইমাম হোসেন, জাহাঙ্গীর আলম ও রীনা রানী দেবী এবং দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা পাটওয়ারী।
রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের সার্বিক পরিচালনা ও রিটানিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উক্ত কমিটি অনুমোদনের জন্য শিক্ষাবোর্ডে প্রেরণ করেন।