নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায়
সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি নুরুল আলম লালু। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক মাছুদ আখন্দ।
বক্তারা বলেন, আমাদের নতুন অফিস উদ্ধোধন করা হয়েছে মার্চ মাসে। চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির বয়স প্রায় ৪০ বছর। এ সমিতির আওয়তায় ৩৫ টি প্রতিষ্ঠান টিন সার্টিফিকেট অন লাইনে প্রবেশ করতে হবে। অন লাইনে প্রবেশ না করায় জরিমানা গুনতে হচ্ছে।তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভ্যাট অফিস থেকে যদি মোবাইলে কল আসে ঘাবরানোর কোনো কারণ নেই। যে যে কাগজ চাইবে তা দিয়ে দিবেন। আপনারা সবাই একত্রিত থাকলে আমাদের সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা আঃ রহিম খান, যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান মাইনুল ইসলাম আখন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী। এ সময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা আঃ রহিম খান, যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমা মাইনুল ইসলাম আখন,অর্থ সম্পাদক সম্পদ সাহা, খলিলুর রহমান, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিরন,ধর্ম বিষয়ক সম্পাদক আবু নাছির মিয়াজি সহ সংগঠনের সদস্যরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবু নাছির মিয়াজি।