নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশ থেকে আইনের শিক্ষার্থীরা গত শুক্রবার মিরপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে এসে ল’ এক্সপ্রেস এর শিক্ষার্থীরা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা সফর সম্পন্ন করেন।
এলএলবি পাশের পরে আইনজীবী হওয়ার প্রথম ধাপ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার জন্য অবৈতনিক এবং আস্থার প্রতীক হলো ল’এক্সপ্রেস। সারাদেশের আইনের ছাত্র ছাত্রীরা সম্পুর্ন বিনা বেতনে পড়তে পারে এই কোচিং সেন্টারে। কোনো বেতন বা সম্মানী নেওয়া হয় না।
ল’ এক্সপ্রেস এর মালিক ও স্বত্তাধিকারী (অবঃ) সেনা কর্মকর্তা আকরাম হোসেন।
গত শুক্রবার মিরপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে ল’ এক্সপ্রেসের শিক্ষার্থীদের সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে শিক্ষা সফরের দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো।সেখানে সারাদেশ থেকে আগত শতাধিক শিক্ষার্থী নিয়ে ল ‘এক্সপ্রেসের মালিক আকরাম হোসেন খাওয়া দাওয়া সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষা সফর শেষে স্বত্বাধিকারীরা আকরাম হোসেন বলেন, বিগত প্রায় দুই বছর ধরে সারাদেশের আইনের শিক্ষার্থীদের জন্য সম্পুর্ন অবৈতনিক ক্লাস করাই। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কতটুকু সফলতা অর্জন করে তা পরীক্ষায় অংশ গ্রহণ করলেই বুঝা যাবে।আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ল এক্সপ্রেস কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে একটি মিলনমেলার আয়োজন করা হয়েছিল।