স্বস্তির নিঃশ্বাস ফেলল নদীভাঙ্গন এলাকার মানুষজন মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কোস্টগার্ডের অভিযান ॥ বালু মহল তছনছ

reporter / ৯৫ ভিউ
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তরের মেঘনায় অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। নদী রক্ষা কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে বুধবার (১ জুন) সকালে স্টেশন কমান্ডার লে. মাসহাদ উদ্দিন নাহিয়ান এক্সবিএন এর নেতৃত্বে অভিযান শুরু হয়। এ অভিযানে অংশ নিয়েছে নৌপুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ও সদস্যরা। প্রথম দিনের অভিযানে ড্রেজার কিংবা বালুখেকোদের আটক করা না গেলেও লেজ গুটিয়ে পালিয়েছে বালু খেকোরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মতলব উত্তরের বাহেরচরে ইকোনমিক জোন ও আশ্রায়ন প্রকল্পের পাড় ঘেঁষে নদী বেশ কিছু বাল্কহেড বালু ভর্তি করে নিয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও নদী তীরে নোঙর করে রাখা হয়েছে বিপুল সংখ্যক বাল্কহেড। অভিযানের খবর পেয়ে বেশিরভাগ ড্রেজার উধাও হয়ে গেছে।


এই বিভাগের আরও খবর