মোঃ আলমগীর হোসেনঃ
বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে সারা বাংলাদেশের ন্যয় হাইমচর উপজেলা সদরে বেশকিছু ডায়াগনস্টিক সেন্টারে অভিযান কার্যক্রম পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াই হলা চৌধুরী,ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন-পরিবার পরিকল্পনা কর্মকর্তা,আরএমও ডাঃ মামুন রায়হান,হাইমচর থানা কর্মকর্তার বৃন্দের সহ হাইমচরে একাধিক ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সিলগালা করা হয়।
নিউ প্যান্যাসীয়া ডায়াগনস্টিক সেন্টার,৩০০০ হাজার টাকা জরিমানা,ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’কে সিলগাল,সেবা ডায়াগনস্টিক সেন্টার’কে সিলগালা,রীমটাচ ডায়াগনস্টিক & কনসালটেশন সেন্টার সিলগালা করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াই হলা চৌধুরী বলেন,,অনুমোদন ও সাইয়েন্স বিহীন প্যাথলজি সিলগালা করেন,লাইসেন্স নবায়ন না করা প্রতিষ্ঠান গুলো কে আর্থিক জরিমানা করেন।