ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা-ত্রিদোনা প্রধান সড়কটিকে ‘বীর মুক্তিযোদ্ধা হাজী নাজির আহম্মদ মোল্লা সড়ক’ নামে নামকরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি নতুন নামে সড়কটির নামফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুল গনি বাবুল পাটওয়ারী, স্থানীয় স্কুল শিক্ষক ওয়ালী উল্যাহ প্রমুখ।
এরপর ফাতেমা-নাজির ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম মোহন।