শাহপরান সৈকতঃ
বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্ৰনী ভূমিকা পালন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ ৫২’র ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এছাড়াও ৬২’র শিক্ষা আন্দোলন,৬৯’র গন অভ্যুথান,৭১’র মহান মুক্তিযুদ্ধ,৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় সেই ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহবান করেন হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
৪ঠা জানুয়ারি বিকালে হাজীগঞ্জ বাজারের কিউসি টাওয়ারের সম্মুখে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভায় এই আহবান করেন বক্তারা। এর আগে সোমবার দিবাগত রাত ১২. ১ মিনিটে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা হয়।
হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহনের উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন।
মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারে ছাত্রলীগের বণার্ঢ্য র্যালীতে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপজেলা ছাত্রলীগের ১২টি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সদস্য সত্য ব্রত ভদ্র মিঠুন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম প্রমূখ।