রিয়ন দেঃ মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অসাস্প্রদায়িক চেতনায় উজ্জ্বীবিত হয়ে গঠিত হওয়া চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২৩ জুলাই শনিবার সকাল ১১টায় রসুইঘর চাইনিজ রেস্টুরেন্টে এই ঈদ পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা করা হবে।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের আহ্বায়ক আবদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুল আউয়াল রুবেলের সঞ্চলনায় এই ঈদ পুনর্মিলনীতে সাংবাদিক ছাড়াও জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক নেতিবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীলসমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ অংশ নিবেন।