শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার

reporter / ৪২৫ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল  বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন থানার পশুর হাট পরিদর্শন করেন চাঁদপুর জেলার  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
চাঁদপুরের বিভিন্ন স্থানের ঈদুল আযহা তথা কোরবানীর পশুর হাটের আইন-শৃংখলা বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট গুলোর নিরাপত্তা রক্ষায় পুলিশ তাদের দায়িত্ব যথাযথ পালন করছে কিনা সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার।
চাঁদপুর জেলায় ২০৯ টি কোরবারিন পশুর হাট ইতিমধ্যে বসেছে। এসব বাজারগুলোতে আইন- শৃখলা রক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাজ করছে জেলা পুলিশ, চাঁদপুর।
পরিদর্শনকালে পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতার সহিত কথা বলেন মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর।
ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে চাঁদপুর জেলার পুলিশ সুপার মহোদয় বলেন, দেশে করোনা সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সবাইকে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। হাটের পশু বিক্রয়কৃত টাকা কেউ যদি পুলিশ পাহারায় বাড়ি নিয়ে যেতে ইচ্ছে পোষণ করেন তাহলে জেলা পুলিশ আপনাকে নিরাপদে পুলিশ পাহারায় আপনার বাড়ি অথবা গন্তব্যস্থলে পৌঁছে দিবে। হাটের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। প্রতিটি কোরবানি পশুর হাটের নিরাপত্তায় থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, জাল নোট সনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশী ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, মেডিকেল ক্যাম্প, মানি এস্কর্ট ও নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থা। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সম্পর্কে অবগত করতে পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুরের { মোবাইল নাম্বারঃ ০১৩২০-১১৬৮৯৮} সহিত যোগাযোগ করুন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর