শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

কদমতলা স প্রা বি’ র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন সম্পন্ন

reporter / ৪২৩ ভিউ
আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ৫ নং বালক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন  সম্পন্ন হয়েছে।  ৬ মার্চ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা মাহফুজা আক্তারের পরিচালনায় উদ্ধোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
এসময় তিনি বলেন, সকল কে শুভেচ্ছা জানাই। রাত পোহরে ৭ মার্চ। জাতির পিতা ১৯৭১ সালের এ দিন রেসকোর্স ময়দানে ভাষণ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করে ১৬ ডিসেম্বর স্বাধীন ভূখন্ড এনে দিয়েছিলেন।  এ মার্চ মাস আমাদের গৌরবের মাস। তাই কৃতজ্ঞ চিত্তে জাতির পিতাকে স্মরন করি। এ প্রতিষ্ঠানের ধূলাবালি আমাদের গায়ে জরিয়ে আছে।আমি  এ বিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তবে এ মাঠে খেলাধূলা বড় হয়েছি। এ বিদ্যালয়ের  সভাপতি তপন সরকার আমাদের এলাকার বড় ভাই। বার্ষিক ক্রীয়া নিয়ে আমার দ্বি মত আছে। খেলাধূলা করলে কোমল মতি শিশু শিক্ষার্থীদের মন মানসিকতা ভাল থাকে । তাদের কে লেখাপড়ার পাশাপাশি খেলা ধূলা করতে দিতে হবে।বার্ষিক খেলাধূলা করা যাবেনা। তাদের কে সব সময় খেলাধূলা করতে দিলে তাদের মন মানসিকতা বৃদ্ধি পাবে।আমরা স্মাট বাংলাদেশে এগিয়ে যাচ্ছি। আপনারা তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের অতিরিক্ত কারিক্যুলামে শিক্ষা দিবেন। খেলাধূলার পাশিপাশি আমাদের সন্তানদের কে পড়ালেখা করাতে হবে।আমাদের বিদ্যালয় প্রাঙ্গন যদি আমরা শিক্ষকরা পরিস্কার করি তাহলে আমাদের বিদ্যালয় প্রাঙ্গন দেখবেন পরিস্কার হয়ে যাবে।এ বিদ্যালয়টির বয়স প্রায় শত বছরের কাছে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসার পাশে এত পুরনো বিদ্যালয়টির নতুন ভবন করার জন্য জোর দাবী জানাবো।এ বিদ্যালয়ে লেখাপড়া করে অনেকে আজ বড় বড় অফিসার হয়েছে। তেমনি তোমরা যারা এখন পড়ালেখা করছ তারাও একদি অরেক বড় হবে।তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।অন্যান্য বক্তারা বলেন চাঁদপুর শহরের প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। আজ এ বিদ্যালয়ের এ পরিস্হিতি। বিদ্যালয়টির বহুতল ভবন যদি করা হয় তাহলে বিদ্যালয়টির পূর্বের সুনাম ফিরে আসবে।আরো ছাত্র ছাত্রী ভর্তি হবে।সে জন্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এ  বিদ্যালয়ের প্রতি যেন দৃষ্টি দেন এমন প্রত্যাশা করেন বিদ্যালয় কতৃপক্ষ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা স্কাউট সম্পাদক অজয় কুমার ভৌমিক, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, কাউন্সিলর ইউনুস শোয়েব,

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএম তসলিম, প্রাক্তন শিক্ষার্থী শুক্কুর মিজি, পৌর পূজা উ্দযাপন পরিষদের সাধারন সম্পাদক সুমন সরকার জয়।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ওমর ফারুক, ফৌজিয়া সুলতানা, রায়হান আক্তার, মিতা রানী দাস, নাদিয়া রহমান। সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারি উপজেলা শিক্ষিত অফিসার মানসুর আহমেদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ রাকিব আহমেদ। গিতা পাঠ করে চতুর্থ শ্রেণীর ছাত্রী  সম্প্রীতি চক্রবর্তী।  পরে অতিথিগণ জাতীয় সংগীতের সাথে জাতীয় পাতাকা ও ক্রীয়া পতাকা উত্তোলন করেন।
বিকালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরন করেন অতিথিগণ।


এই বিভাগের আরও খবর