শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

reporter / ৩৩৯ ভিউ
আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩

অবৈধ ইট-ভাটাতে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রাখতে হবে
—- জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, সকাল থেকে ডিসি অফিস ও কোর্টে প্রচুর লোকজন আসেন। তখন এখানে যানজট থাকলে একটা সমস্যা হয়ে যায়। এই যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রোববার (২১ মে) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ এর সাময়িক যে সমস্যা দেখা দিচ্ছে তার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে। এব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। শাহরাস্তিতে খাওয়ার পানির খুব সমস্যা। সেখানে আর্সেনিক রিমুভেবল যে পরিকল্পনা (টিউবওয়েল) বাস্তবায়ন হচ্ছে, তা বাড়াতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, চাল ও ধানের সংগ্রহ কাজ শুরু হয়েছে। সে কাজ সুন্দরভাবে যেন সম্পাদন হয় সেদিকে নজর রাখতে হবে। অবৈধ ইট-ভাটাতে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রাখতে হবে। চরভৈরবী লঞ্চ ঘাটে একটি পুল্টুন দরকার, কারণ এ ঘাট থেকে প্রতিদিনি ঢাকাগামী অনেক লোকজন লঞ্চে উঠে। তাই এই ঘাট অতি দ্রুত পুল্টুন করা দরকার। পাসপোর্ট অফিসে দালালদের প্রতি নজর রাখতে হবে। প্রয়োজনে সহযোগিতা চাইলে তা করা হবে।  বড়স্টেশন মোলহেডে পর্যটকদের সুবিধার্থে হকারদের সরিয়ে দিতে হবে। এছাড়াও কেউ অবৈধভাবে স্থাপনা নির্মান করে পরিবেশ নষ্ট করতে পারবে না।
জেলা প্রশাসক বলেন, আজকে প্রায় সবগুলো আলোচ্য বিষয় নিয়েই আলেচনা হয়েছে। অর্থবছরের প্রায় শেষ সময়ে চলে আসছি। এ অর্থবছরের সবগুলো কাজ যেন সুন্দরভাবে নির্ধারিত সময়ে সম্পাদন করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ও সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার প্রমূখ।


এই বিভাগের আরও খবর