নিজস্ব প্রতিবেদকঃ ৫১ তম শীতকালীন স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
গতকাল ১৬ জানুয়ারি সোমবার বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ৫০ টি ইভেন্ট নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান,
তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় যতটুকু সময় দিবে পারবে, ততই তোমাদের মঙ্গল। খারাপ পথে সময় ব্যায় না করে খেলাধুলার মধ্যে থাকতে হবে। তাহলে তোমরা তোমাদের সাফল্যে এগিয়ে যেতে পারবে। আমরা এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবো। তোমরা পড়ালেখা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষৎকে গড়ে তুলতে হবে। তাই সকলে নিজের অবস্থান তৈরি এগিয়ে যেতে হবে।
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে ও পুরাণ বাজার ওসমানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জিল হোসেন, সিনিয়র শিক্ষক আতিকুর রহমান, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, আসাদুল্লাহ, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নাজির আহমেদ, পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ওহিদুজ্জামান লাবু, মাদ্রাসা স্কুল ও কলেজের প্রভাষক মোঃ মাসুদুর রহমান মাসুম প্রমুখ।