নিজস্ব প্রতিবেদকঃ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
২৮ জানুয়ারি বিকেলে ফরিদগঞ্জ উপজেলার মধ্যে কাওনিয়া ইউনিয়নের, কাওনিয়া ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে তিনটি বিদ্যালয়ের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক
মোঃ এমদাদুল ইসলাম মিঠুন।
তিনি বলেন,খেলাধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল।তরুণ দের বেশি করে পড়ালেখার পাশাপাশি খেলায় মনোযোগী হতে হবে।মোবাইল ও মাদকের আসক্তি থেকে নতুন প্রজন্মকে বাচাতে ছাত্র ছাত্রী দের মাঠ মুখি হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার, মোঃ তারিকুল ইসলাম।
তিনি বলেন,এই মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমরা নতুন কোন শামীম পাটওয়ারী ও মাহমুদ হাসান জয়কে খুজে পাব,তাই সকলে ভালো করে প্রশিক্ষণে অংশ নিতে বলেন।উক্ত মাসব্যপী ক্রিকেট প্রশিক্ষণের ২ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করবেন।
কাওনিয়া ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ উদ্দিন আহম্মেদের
সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন খান, মোঃ সরোয়ার হোসাইন,সম্পাদক, ফ্রেন্ডশীপ ওপেন স্কাউট গ্রুপ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ ও বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী।