শিরোনাম:
শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ছেংগারচর পৌরসভায় আ’লীগ মনোনীত মেয়র নির্বাচিত হওয়ায় এমএ কুদ্দুসের অভিনন্দন

reporter / ৪৫০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যারা নৌকার পক্ষে কাজ করেছেন সকল নেতাকর্মী এবং যারা ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করেছেন সেই পৌরবাসীকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আরিফ উল্লাহ সরকারকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেছেন। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। সেই সাথে যারা আমার নেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলীয় নেতৃবৃন্দ যারা নৌকার পক্ষে কাজ করেছেন এবং যারা ভোট দিয়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করেছেন তাদেরকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন, ছেংগারচর পৌরসভা নৌকা বিজয়ের মধ্য দিয়ে আরো এগিয়ে যাবে এবং ছেংগারচর হবে স্মার্ট পৌরসভা। সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।


এই বিভাগের আরও খবর