শিরোনাম:
ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪ সদস্যদের পদত্যাগ ৬ নং কলাকান্দা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল চাদপুর ২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে হাতপাখার লিফলেট বিতরণ ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন

জাগ্রত’৯৬ ব্যাচ মতলবের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও চায়ের আড্ডা অনুষ্ঠান সম্পন্ন 

reporter / ১২৭০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২

প্রেস বিজ্ঞপ্তিঃ

গত ০৫ মে২০২২ইং তারিখে ছেঙ্গারচর পৌর অডিটরিয়ামে জাগ্রত৯৬ ব্যাচ মতলবের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও চায়ের আড্ডার অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এবং ইন্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম শিপুর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় । অনুষ্ঠানটি জাগ্রত‘ ৯৬ ব্যাচ মতলবের মোঃ রাসেল মাহমুদ ও মোঃ জুবায়ের আল রাজীর যৌথ সঞ্চালনায় পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জাগ্রত‘ ৯৬ ব্যাচ মতলবের সকল বন্ধুদের মধ্যে পরিচয় পর্ব করা হয় এবং অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মিরান হোসেন ।

অনুষ্ঠানের লক্ষ্যউদ্দেশ্য গঠনতন্ত্র এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জাগ্রত ৯৬ ব্যাচের অন্যতম সংগঠক মোঃ আনিছুর রহমান খাঁনমোঃ রাশেদ সরকারমোঃ নাসির উদ্দিনইন্জিনিয়ার মোঃ জামাল হোসেন নাহিদমোঃ সোহরাব হোসেনএ্যাডভোকেট মোঃ ইসমাঈল হোসেনমোঃ নুরুল ইসলামমোঃ আল মামুন মোঃ আমিনুল ইসলাম ও মোঃ নজীবুল্লাহ লিংকন। এসময় ব্ক্তারা ব্ক্তব্যে তুলে ধরেন জাগ্রত ৯৬ ব্যাচের বন্ধুদের সুখে – দুঃখেসেবায়কল্যানে সারা জীবন পাশে থেকে কাজ করে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করাই হলো সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। এবং এই সংগঠনটি হবে সম্পূর্ণরুপে একটি অরাজনৈতিকঅসম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ একটি সংগঠন। এই সংগঠনের বন্ধুত্বের মধ্যে কোনো ধরনের মতপার্থ্ক্যবৈষম্য থাকবেনা এবং বন্ধুত্বের বন্ধন যাতে অটুট থাকে আজীবন ।

অনুষ্ঠানে আরো ব্ক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোঃ শহীদুল ইসলামসহযোগী অধ্যাপক (নিউরো ও মেডিসিনমোঃ জসিম উদ্দিনমোঃ সামছুল আলম বাদলইন্জিনিয়ার মোঃ আনিছুর রহমানমোঃ জসিম উদ্দিনমীর্জা মোঃ শাখাওয়াত হোসেনমোঃ শাহ আলম পন্ডিতমোঃ শামীম হাওলাদারমোঃ আনোয়ার ইমাদমোঃ মাজহারুল ইসলাম জুয়েলমোঃ ইসমাঈল খাঁন টিটুমোঃ সালাহ উদ্দিন মোল্লামোঃ ওয়াহিদুল ইসলামমোঃ মাসুদ রানামোঃ মাহবুব আলম (রুমন), মোঃ ইসমাঈল হোসেন জমিরমোঃ জাকির হোসেন মোল্লাআনিছুর রহমানমোঃ আনোয়ার হোসেনমতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি মোঃ বোরহান উদ্দিন ডালিম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাগ্রত ৯৬ ব্যাচের বন্ধুদের সুখেদুঃখে সেবায়কল্যানে সারা জীবন পাশে থেকে কাজ করে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করাই হলো সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য মর্মে সংগঠনের সকল বন্ধুরা সর্বোচ্চ ত্যাগ,ভালোবাসা ও সহমর্মিতার সপথ নিয়ে প্রত্যয় ব্যাক্ত করেন এবং অনুষ্ঠানের সভাপতির মাধ্যমে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রনয়ণ কমিটির নাম যথাক্রমে – মোঃ আনিছুর রহমান খাঁনমোঃ রাশেদ সরকারমোঃ নাসির উদ্দিনইন্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম শিপুমোঃ আল মামুনমোঃ জুবায়ের আল রাজীইন্জিনিয়ার মোঃ জামাল হোসেন নাহিদমোঃ রাসেল মাহমুদএ্যাডভোকেট মোঃ ইসমাঈল হোসেনমোঃ মাসুদ রানামোঃ শাহীন মিয়া উপরোক্ত নাম সমূহ প্রস্তাবপূর্বক এবং আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ণ করে জাগ্রত‘ ৯৬ ব্যাচ মতলবের বন্ধুদের মাঝে উপস্থাপন করার জন্য আহবান করে অনুষ্ঠানের সভাপতি সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার মূলতবি ঘোষনা করেন।


এই বিভাগের আরও খবর