নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল শনিবার ( ১০ জুন) চাঁদপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন চাঁদপুর ও জেলা ক্রীড়া অফিস, চাঁদপুরের আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহোযোগিতায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান (জুয়েল)সহ আরো অনেক ক্রীড়ামোদি ব্যক্তিত্ব। টুর্নামেন্টের প্রথম দিনে নাউরি আদর্শ ডিগ্রি কলেজের সাথে মতলব সরকারি ডিগ্রি কলেজ প্রতিদ্বন্দ্বিতা করেছে। খেলা শুরুর আগে অতিথিবৃন্দ উভয়দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।