মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর মতলব দক্ষিণ উপজেলার অংশ গ্রহণের জন্য জার্সি উন্মোচন করলেন দক্ষিণ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফাহমিদা হক। আজ বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক সহ টিম ম্যানেজার ফারুক বিন জামান, কোচ দেওয়ার মোঃ সুরুজ, টিম কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, সাংবাদিক রোকনুজ্জামান রোকন ও পিন্টু সাহা।
জার্সি উন্মোচন কালে দক্ষিণ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফাহমিদা হক বলেন, আগামী কাল ০৩/১০/২০২২ ইং রোজ সোমবার বার বিকাল ৩ ঘটিকায় চাঁদপুর সদর উপজেলার সাথে আমাদের খেলা। উক্ত খেলায় উপজেলার সকল ক্রীড়া মূধীদের খেলা উপভোগ করার আহবান করছি। সাথে সাথে ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করছি।