শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

দৈনিক প্রিয় চাঁদপুরের ঘোষণাপত্র প্রাপ্তির এক বছর

reporter / ৩৮৯ ভিউ
আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

বোরহান উদ্দিন ডালিমঃ 
আজ ৭ নভেম্বর। দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশনার জন্য ঘোষণা প্রাপ্তির এক বছর। দিনটি ছিল ২০২১ খ্রিঃ তারিখের ৭ নভেম্বর বিকাল তিনটায় চাঁদপুরের তখনকার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ দৈনিক প্রিয় চাঁদপুর ‘ প্রকাশনার অনুমতি পত্র আমার হাতে তুলে দেন। আর সেদিন থেকে আমি ‘ দৈনিক প্রিয় চাঁদপুর ‘ নামে স্থানীয় এই পত্রিকার প্রকাশক ও সম্পাদক। আমি যতদিন সংবাদ পত্র জগতে বিচরণ করব ততদিন চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহোদয় কে কৃতজ্ঞচিত্তে মনে রাখব।পত্রিকার ঘোষণা পত্র আমার হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের তৎকালীন সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাংবাদিক হাবিবুর রহমান খান, এপিপি এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, এডভোকেট সেলিম মিয়া,এডভোকেট আল আমিন উজ্জ্বল, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সাংবাদিক সুমন আহমেদ’ সহ আরো অনেকে।
১৯৯৮ সাল থেকে তৃনমুল পর্যায়ে সাংবাদিকতা শুরু করে ২০২১ সালের ৭ নভেম্বরের আগ পযন্ত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কাজ করার সুযোগ হয়েছে।
গত বছরের ৭ নভেম্বর ছিল সাংবাদিক হিসেবে আমার জীবনের শ্রেষ্ট দিন। কারন তৃনমুল পর্যায়ে সাংবাদিক হিসেবে আমার জন্য ঐদিন টি মাহেন্দ্রক্ষণ। ঐদিন আমি একজন প্রকাশক ও সম্পাদক হিসেবে জেলা প্রশাসক কর্তৃক ঘোষণা পেয়েছি।একটি স্থানীয় পত্রিকার মালিকানা পেতে যা যা কাগজ সংগ্রহ করতে হয় তার জন্য অনেক বেগ পেতে হয়েছিল।তারপরও যাদের স্মরণ না করলে অকৃতজ্ঞ হয়ে যাবো। যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম পত্রিকার আবেদন করার জন্য স্থানীয় সংসদ সদস্য কর্তৃক প্রত্যয়নপত্রটি দিয়ে সহযোগিতা করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল। পাশাপাশি শ্রদ্ধাবনত ভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ সাজেদুল হোসেন চৌধুরী দীপু ভাই ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব ওমর পাটওয়ারীর প্রতি। কারন তাদের জন্য আমার পত্রিকার অনুমতি পত্র পেতে সহজ হয়েছিল।  চাঁদপুরের ইতিহাসে প্রথম ঘোষণা প্রাপ্তির ৮ ঘন্টার মধ্যে পত্রিকা প্রকাশ করি। যা পরদিন পত্রিকা দেখে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে শুধু আমাকে দেখতেছিলেন এবং বললেন এটা কি করে সম্ভব হলো? তখন তিনি আমার কাজের স্পৃহা দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন। ঐদিন পত্রিকা প্রকাশে যার সবচেয়ে বেশি অবদান ছিল চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা ও প্রিয় ভাই প্রেসের নুরনবী । যাদের অবদান ভূলে যাওয়ার মত নয়।
কিভাবে যে পত্রিকা প্রকাশনার একটি বছর পেরিয়ে গেলো তা ঢের পাইনি। আমার জানা নেই কতটা পাঠক প্রিয় হতে পেরেছে ‘ দৈনিক প্রিয় চাঁদপুর’। যতটুকু সম্ভব যথাসাধ্য চেষ্টা করেছি পত্রিকাটি পাঠক প্রিয় হিসেবে মাঠে ধরে রাখার জন্য।
গত এক বছরে পত্রিকা প্রকাশ করতে যেয়ে অনেক চড়াই উৎরাই পার করতে হয়েছে। পত্রিকা বের করতে গিয়ে যদি পাঠকের খোরাক হিসেবে যতটুকু পেরেছি ততটুকু সফলতা সকল পাঠকের আর সংবাদ প্রকাশে ভূল ভ্রান্তি যা কিছু ছিল তার সবটুকুই প্রকাশক ও সম্পাদক হিসেবে আমার।
পত্রিকাটি প্রকাশের অনুমতি প্রাপ্তির পর থেকে নিরবচ্ছিন্ন ভাবে প্রতি দিন প্রকাশিত হচ্ছে। আমার এ কাজে সবচেয়ে বেশি বিনা বাধায় কাজ করার সুযোগ করে দিয়েছে আমার ছোট ভাই এডভোকেট সেলিম মিয়া, পাশাপাশি যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম সুপ্রিম কোর্টের এডভোকেট সাখাওয়াত হোসেন চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, হাবিবা ইসলাম সিফাত, বন্ধু তানভীর আহমেদ, কবি নুর মোহাম্মদ, আরিফুল ইসলাম শান্ত সহ আমার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধি গন। এছাড়া আমার প্রিয়জন সহ সকল শুভাকাঙ্ক্ষী, শুভ্যানুধায়ী সহ রাজনৈতিক, সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার ঘোষণা প্রাপ্তির এক বছর পুর্তি তে আগামী দিনগুলোতে ন্যায়নিষ্টার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে  সকলের সহযোগিতা চাই।
—- বোরহান উদ্দিন ডালিম 
প্রকাশক ও সম্পাদক 


এই বিভাগের আরও খবর