শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

প্রতিবাদ সমাবেশকে সফল করার লক্ষ্যে মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের প্রস্তুতিসভা

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ দুই উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর নির্দেশে ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এরই আলোকে আসছে সোমবার ১৯ জুন বিকেল ৩টার সময় স্থানীয় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সভাকে সফল করার লক্ষ্যে সোমবার (১২ জুন) বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।
ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মুন্সি।
আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য গাজী সম্রাট, উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার জাহিদ বাবু, মাঈনুল, জি. কিবরিয়া, ইউপি সদস্য আ. হালিম সরকার, সালাউদ্দিন, শফিকুল ইসলাম, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বশির আল হেলাল, যুবলীগ নেতা ডা. আবুল কালাম আশিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আ. মান্নান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা নোমান দেওয়ান, শ্রমিকলীগ নেতা বেলাল হোসেন দেলোয়ার, হানিফ খান, শাহ আলম বেপারী, মো. মুনসর আলী প্রধান, মহসীন দেওয়ান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিবাদ সমাবেশক আমাদেরকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সমাবেশে শক্তি প্রদর্শন ও জনসম্পৃক্ততার মাধ্যমে আমরা বিরোধী শক্তিকে জানাতে চাই, জননেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়, প্রথিত ও আদর্শিক নেত্রী।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আধুনিক মতলবের রূপকার। তিনি অবহেলিত এই ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। উনি মন্ত্রী থাকাকালীন সময়ে শতভাগ বিদ্যুতায়ন’সহ আইটি পার্ক, কৃষি ভবণ, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, সাইক্লোন শেল্টার, বিদ্যালয়ের একাডেমিক ভবন সবই নির্মিত হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৯ জুন ফরাজীকান্দি ইউনিয়নে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।


এই বিভাগের আরও খবর