ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কড়ৈতলী খেলার মাঠ রক্ষা ও সংস্কারের দাবীতে খেলোয়াড় ও এলাকাবাসী মানববন্ধন করেছে। রোববার (১৬ অক্টোবর) বিকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বসুন্ধরা কিংসের খেলোয়াড় রেজাউল করিম রেজা, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আলী হায়দার উজ্জল পাটওয়ারী, কড়ৈতলী উদয়ন যুব সংঘের সভাপতি আশিক পাটওয়ারী, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন দুর্জয়, সহ-সভাপতি আলমগীর হোসেন মিয়া, সাবেক সহ-সভাপতি তাপাজ্জ্বল হোসেন পাটওয়ারী, সদস্য শাহালাম দর্জী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল পাটওয়ারী, প্রবাসী রাহুল মিয়া, খেলোয়ার দের মধ্যে ছিলেন, ইয়াছিন, ফরান, ফয়সাল, শরিফ, নিলয় চন্দ্র, আমান।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বসুন্ধরা কিংসের খেলোয়াড় রেজাউল করিম রেজা বলেন, আমি কড়ৈতলী উদয়ন যুবসংঘের এই মাঠে খেলেই আজ এই পর্যন্ত পৌছেছি। কিন্তু পাশের বাবুর দীঘিতে ইতিমধ্যেই মাঠের অন্তত ২০/২৫ ফুট জায়গা বিলীন হয়ে গেছে। মাঠ দিয়ে যানবাহন চলায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে মাঠটি। গত একমাসে একটি খেলাও হয়নি মাঠে। আজ তাই মানববন্ধনের সাথে সাথে মাঠ রক্ষা ও সংস্কারের দাবীতে জরাজীর্ণ মাঠে আমরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। মানববন্ধনে কয়েকশত এলাকাবাসী ও স্থানীয় খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।